RDC

গোলটেবিল বৈঠকে অভিমত: এই বাজেট হতাশাব্যঞ্জক

Originally posted in প্রথম আলো on 23 June 2016

বিশেষ প্রতিনিধি
আপডেট: ২৩ জুন ২০১৬, ০৩: ০৯

আগামী অর্থবছরের জন্য জাতীয় সংসদে যে বাজেট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থাপন করেছেন তা আদিবাসীদের জন্য হতাশাব্যঞ্জক। ‘আদিবাসী ও বাজেট’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেছেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের কয়েকজন সদস্যসহ বক্তারা।

গতকাল বুধবার বিকেলে সিরডাপ মিলনায়তনে এই গোলটেবিল আলোচনা হয়। সংসদীয় ককাসের আহ্বায়ক সাংসদ ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোলটেবিল আয়োজনে সহযোগিতা করে বেসরকারি সংগঠন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি), মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।

আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও ককাসের টেকনোক্র্যাট সদস্য সঞ্জীব দ্রং অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। এতে বলা হয়, বাজেটে অর্থমন্ত্রী সমতলের প্রায় ২০ লাখ আদিবাসীর জন্য গত বছরের মতো এবারও ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

ফজলে হোসেন বাদশা বলেন, সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাজেট প্রণীত হয়েছে বলে অর্থমন্ত্রী বলেছেন। কিন্তু বাজেটে তা প্রতিফলিত হয়নি।

সাংসদ ফজলুল হক, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ টিপু সুলতান ও সাংসদ কাজী রোজী এবং আদিবাসী ফোরামের সভাপতি রবীন্দ্রনাথ সরেনও অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ককাসের টেকনোক্র্যাট সদস্য জান্নাত-এ ফেরদৌসী।

স্বাগত বক্তব্য দেন ককাসের সমন্বয়ক ও আরডিসির চেয়ারপারসন অধ্যাপক মেসবাহ কামাল।

Related posts

আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধই হচ্ছে না!

Rdcbd

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হলেন অধ্যাপক মেসবাহ কামাল

Rdcbd

‘কিশোরের মুক্তিযুদ্ধ: মেসবাহ কামালের স্মৃতি ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Rdcbd

গরিবের পেটে লাথি মারা সহ্য করা হবে না : দিলীপ বড়ুয়া

Rdcbd

সব আদিবাসী জাতিসত্ত্বার স্বীকৃতি দিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন মেনন

Rdcbd

‘সশস্ত্র বাহিনীকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু’

Rdcbd

বিরসা মুণ্ডার ১১০তম স্মরণসভা : আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবি

Rdcbd

আদিবাসী বিল সংসদে পাস করাতে লড়াইয়ের ডাক বাদশার

Rdcbd