Originally posted in কালের কণ্ঠ on 10 June 2010
ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ বিরসা মুণ্ডার ১১০তম স্মরণসভায় বক্তারা বলেন, বিরসা মুণ্ডার আদর্শের পথ ধরেই আদিবাসীদের ভূমি অধিকারসহ সব ধরনের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা যায়। পাশাপাশি তাঁরা ভূমি ও অরণ্যের ওপর অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য ভূমি কমিশনের আদলে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন প্রতিষ্ঠারও দাবি জানান। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) এই স্মরণসভার আয়োজন করে। একই সঙ্গে অনুষ্ঠিত হয় মুণ্ডা সম্মিলনী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা। প্রদীপ জ্বালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা বুধু মুণ্ডা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুণ্ডা আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করে। আয়োজনের উদ্বোধন উপলক্ষে আদিবাসীরা প্রদর্শন করে ঐতিহ্যবাহী নৃত্য। বিরসা মুণ্ডার স্মরণসভায় সভাপতিত্ব করেন আরডিসি প্রধান অধ্যাপক মেসবাহ কামাল। এতে প্রধান অতিথি হিসেবে ভূমিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে বুধু মুণ্ডা বক্তব্য দেন। বিরসা মুণ্ডার সংগ্রামী জীবনের নানা দিক ব্যাখ্যা করে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সুব্রত কুমার দাস। এরপর অধ্যাপক ড. এইচ কে এস আরেফিন এবং আরডিসির সহসভাপতি আব্দুল মজিদ মল্লিক সভাপতিত্বে আদিবাসী অধিকারবিষয়ক পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।