RDC

‘কিশোরের মুক্তিযুদ্ধ: মেসবাহ কামালের স্মৃতি ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Originally posted in উপকূলের দর্পণ on 11 September, 2022

September 11, 2022
স্টাফ রিপোর্টার:

১১ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় “কিশোরের মুক্তিযুদ্ধ: মেসবাহ কামালের স্মৃতি ও সংগ্রাম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। ইতিহাসবিদ অধ্যাপক ড. আবদুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব্ আসাদুজ্জামান নুর এমপি। বিশেষ অতিথি ছিলেন বিিিশষ্ট চলচ্চিত্র নির্মাতা ও দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী জনাব ফুয়াদ চৌধুরী, নর্থসাউথ বিশ^বিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরিফুদ্দিন আহমদ। আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউটের আয়োজনে এবং গবেষণা উন্নয়ন কালেকটিভ (RDC) এর সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাহ কামাল আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারন করেন। মুক্তিযুদ্ধের শুরু থেকে বিজয় অর্জন পর্যন্ত সময়ে তিনি, তাঁর পরিবার এবং আত্মীয় পরিজনের উপর ঘটে যাওয়া নৃশংস ঘটনাবলী বর্ণনা করে তিনি বলেন, একাত্তর সালে সারা দেশটাই একটি বধ্যভূমিতে পরিণত হয়। এসময় তাঁর পরিবারের সদস্য এবং নিকটাত্মীদের মধ্যে ১৩জন পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত হন। এসময় তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা নিজ বাসা ছেড়ে জীবন রক্ষার্থে অভ্যন্তরীণ উদ্বাস্তুতে পরিণত হন। তিনি বলেন, বিভিন্ন পরিসরে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়েছে কিন্তু যুদ্ধকালীন অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে। একাত্তর সালে চাঁপাইনবাবগঞ্জে তাঁর পৈত্রিক ভিটায় মুক্তিযোদ্ধারা ক্যাম্প স্থাপন করলে তাদের পরিবারের উপর নেমে আসে নির্মম অত্যাচার। এসময় মেসবাহ কামাল কিশোর বয়সে স্থানীয় মুক্তিযোদ্ধা শহরুম চৌধুরী রুমির নিকট থ্রিনটথ্রি রাইফেল চালনার প্রশিক্ষণ নেন।

প্রধান অতিথি বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব্ আসাদুজ্জামান নুর এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যেই স্বাধীনতার ঘোষণা নিহিত ছিল এবং তারপর থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন ২৫ মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন যেটি বেতার মারফত প্রচারিত হয়েছিল সেই ঘোষণা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সাথে সাথে জানাতে পারেননি। তাঁরা মূলত ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি বলেন ‘মুক্তিযোদ্ধাদের ৭০ ভাগ ছিল বাংলাদেশের নিরক্ষর কৃষক। তাঁদের কথা ছিল বঙ্গবন্ধু বলেছেন যুদ্ধে যাইতে হবে, দ্বিতীয় কোন বিষয় ছিল না, এটা যে যতই বিতর্কের সৃষ্টি করুক এটি ছিল একশভাগ নিখাদ সত্য।’ দেশে সাম্প্রদায়িকতার উত্থান বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের কন্ঠে একটাই স্লোগান ছিল জয় বাংলা। এটি হলো বাঙালির প্রথম অসাম্প্রদায়িক স্লোগান। ১৯৭৫ সালের পর ২১ বছর দেশটা উল্টো পথে হেঁটেছে। আজকে আচার অনুষ্ঠানের আলখাল্লায় প্রকৃত ধর্ম চাপা পড়েছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাতা এবং দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী বলেন ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অনেক কিশোর অনেক নৃশংস ঘটনার স্¦াক্ষী হয়ে আছেন। এর ফলে পরবর্তীকালে মানসিক ট্রমার মধ্য দিয়ে তাদেরকে দিন অতিবাহিত করতে হচ্ছে। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে।

বিশেষ অতিথি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরিফুদ্দিন আহমদ বলেন, আমরা ছুটছি যা পড়লে চাকরি পাওয়া যায় সেই দিকে। আর তাই ইতিহাস বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে। তিনি বাংলাদেশের ইতিহাসকে অত্যন্ত গুরুত্বের সাথে এই প্রজন্মের মাঝে তুলে ধরার কথা বলেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই যে তিনি সকল ছাত্রছাত্রীর জন্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার বিষয়টি পাঠক্রমে অন্তর্ভুক্ত করে তা বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করেছেন।’

সভাপ্রধান অধ্যাপক ড. আব্দুল মোমিম চৌধুরী বলেন, পাশ্চাত্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইতিহাস বাধ্যতামূলক পড়তে হয়। সেখানে দেশের নিজেদের ইতিহাস এবং মানব সভ্যতার ইতিহাস পড়ানো হয়। এতে তাদের কোনো বির্তক নেই। ইতিহাসের মূল সারমর্ম তাদের সবাইকে জানতে হয় এবং এর মধ্য দিয়ে দেশপ্রেম জাগ্রত হয়। আমাদেরকেও আমাদের নিজ দেশ ও জাতির ইতিহাস ও সংস্কৃতি জানতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেদি হাসান অঞ্জন।

Related posts

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হলেন অধ্যাপক মেসবাহ কামাল

Rdcbd

গোলটেবিল বৈঠকে অভিমত: এই বাজেট হতাশাব্যঞ্জক

Rdcbd

বিরসা মুণ্ডার ১১০তম স্মরণসভা : আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবি

Rdcbd

সব আদিবাসী জাতিসত্ত্বার স্বীকৃতি দিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন মেনন

Rdcbd

গরিবের পেটে লাথি মারা সহ্য করা হবে না : দিলীপ বড়ুয়া

Rdcbd